০২ একড়ি আর সাদা মোষ
যে এলাকায় শিবির করে রয়েছে একড়ির গোষ্ঠী, সেখানে এবার শীত দীর্ঘস্থায়ী হয়েছে। ফলে সঞ্চিত খাবার প্রায় শেষ। অবস্থা এমনই যে, দুর-দূরান্তে একটিও শীকার চোখে পড়ে না। গোষ্ঠীর বড়রা শিকারের খোঁজে গিয়ে বিফল হল। এমতাবস্থায় একড়ি খাবারের সন্ধানে বিশাল ঈগলের ইঙ্গিত ও স্বপ্নের উপর ভরসা করে এগিয়ে চলল ঠাঁ ঠাঁ মরুভুমির দিকে...
15th January, 2023 1:58 PM
Comments
No Comments!